সারা বাংলা

জাবিতে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিত, তদন্ত কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে সভা শেষে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

আরও পড়ুন: জাবিতে ধর্ষণ: বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

উপাচার্য বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতের পাশাপাশি তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। ক্যাম্পাস বহিরাগতদের প্রবেশ এবং অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করা হয়েছে। 

তিনি বলেন, অছাত্রদের আবাসিক হল থেকে বের হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। তারা বের না হলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

গঠিত কমিটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে বলেও জানান তিনি।