বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) মধ্যে ২ জন আহত সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন: বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৫৮ বিজিপি সদস্য
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের নাম জা নি মং ও নিম হ্লাইন কাইন। উন্নত চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্প থেকে তাদের কক্সবাজারে আনা হয়।
অন্যান্য আহতদের কুতুপালং’র এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।