সারা বাংলা

বরিশালে প্রায় ২৫ লাখ টাকার জাল জব্দ

বরিশাল জেলার বাবুগঞ্জে জাটকাসহ সবধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করা হয়। এসময় থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, উপজেলার তিনটি নদীতে অভিযান চালিয়ে ১০টি অবৈধ মশারি জাল, ৫০টি চরঘেরা জাল, এক লাখ মিটার কারেন্ট জাল, ৩০টি চায়না দুয়ারী জালসহ প্রায় ২৫ লাখ টাকার অবৈধ জাল ও বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দকৃত অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, বাবুগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, আনসার ব্যাটালিয়নের হাবিলদার মোতালেব হোসেন, ফিল্ড এসিস্ট্যান্ট নজরুল ইসলাম ও মাঠ সহায়ক সাইফুল ইসলাম আতিক উপস্থিত ছিলেন। 

জাটকাসহ সব ধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।