সারা বাংলা

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসুমা আক্তার, মো. হাসান মাহমুদ জনি, খান মো. সাইদ হোসেন জসিম, মো. আব্দুর রশিদ।

মেলায় পোশাক, জুয়েলারি, কসমেটিকস, আসবাবপত্র, খাবারসহ বিভিন্ন পণ্যের মোট ৭১টি স্টল রয়েছে। শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, যাদুর নৌকা, ঘূর্ণিসহ বিভিন্ন রাইড।

উদ্বোধনী দিনেই বিপুলসংখ্যক শিশু, নারী, পুরুষ মেলায় ভিড় করেন।