সারা বাংলা

কুষ্টিয়ার কমান্ডার আফতাব উদ্দিন খান আর নেই

কুষ্টিয়ার মিরপুর উপজেলার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খাঁনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামারুল আরেফিন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের একাত্তরের রণাঙ্গনের সৈনিক ও যুদ্ধকালীন মিরপুর উপজেলা কমান্ডার শেরপুর যুদ্ধের নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খাঁন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

পরে বেলা ৩টার সময় পাহাড়পুর ফুটবল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং সাড়ে ৩টার সময় জানাযা শেষে পাহাড়পুর গোরস্থানে তাকে দাফন করা হয়।

উক্ত গার্ড অফ অনার দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, ওসি মোস্তফা হাবিবুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম টুকু, বর্তমান উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমসহ রাজনৈতিক সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।