ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন।
ওসি বলেন, সকালে ব্রহ্মপুত্র নদের পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পার্কে হাটতে যাওয়া লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার বয়স হবে আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। ওই যুবককে গত রাতে হাত পা বেঁধে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের নাম পরিচয় জানার পাশাপাশি হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।