সারা বাংলা

টাঙ্গাইলে অপহরণের একদিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

টাঙ্গাইলে শিশু অপহরণের একদিন পর অপহরণকারী চক্রের মূলহোতা রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ধনবাড়ী উপজেলার মুর্শুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিন জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মুন্জুরুলের ছেলে।

এসময় অপহৃত শিশু ধনবাড়ী উপজেলার সোনামুই বাদুড়িয়া গ্রামের আশরাফুল আলমের ছেলে জুনায়েদ হোসেনকে উদ্ধার করা হয়। সে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

ধনবাড়ী থানার এস আই জাহাঙ্গীর হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে শিশু জুনায়েদকে নিজ বাড়ির সামনে থেকে অতর্কিতভাবে কতিপয় অপহরণকারী চক্র সিএনজি চালিত অটোরিকশাযোগে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা শিশুর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে শিশুটির পরিবার বিষয়টি পুলিশকে জানায়।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুর্শুন্দি এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূলহোতা রবিনকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত শিশু জুনায়েদকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রবিনকে দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া অপহরণের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে শিশুর মা জোছনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।