পাবনার সাঁথিয়া উপজেলায় নসিমনের চাকায় পৃষ্ঠ হয়ে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম তৌহিদ হাসান।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে সাঁথিয়া-বেড়া স্থানীয় মহাসড়কের করমজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদ উপজেলার ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তৌহিদ উপজেলার করমজা গ্রামে তার বড় ভাই এর শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার দুপুরে স্থানীয় মহাসড়ক পার হওয়ার সময় বেড়া থেকে সাঁথিয়াগামী পেঁয়াজের ফুল বোঝাই একটা নসিমন এসে তৌহিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে, তবে নসিমনটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। তৌহিদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।