সারা বাংলা

টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির শব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলার উনছিপ্রাং সীমান্তে নাফ নদীর ওপারে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোরে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

মাহমুদ সেলিম নামে এক যুবক বলেন, একদিন পর পর গোলাগুলির শব্দে সীমান্ত কেঁপে উঠছে। ফলে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। বিশেষ করে গভীর রাতে বৃষ্টির মতো মর্টারশেলের শব্দে পুরো গ্রামের মানুষ চমকে উঠে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, কয়েকদিন ধরে টেকনাফ সীমান্তে ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আজ ভোরে উলুবনিয়া এবং উনচিপ্রাং সীমান্তে গোলাগুলির শব্দ শুনেছেন স্থানীয়রা। তবে, সীমান্তে বিজিবি থাকায় তারা বাড়িঘর ছেড়ে কোথাও যাচ্ছে না।

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণে কেঁপে উঠছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত। মাঝে মধ্যেই দুই উপজেলার বিভিন্ন সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।