চাঁদপুরের হাইমচরের চরভৈরবীতে মেঘনা নদীর তীরবর্তী এলাকার চরে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
কোস্টগার্ড চাঁদপুরের সাব-লেফটেন্যান্ট ফজলু হক বলেন, মেঘনা নদীর তীর ঘেঁষে চরভৈরবীর চর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ১টি এক্সকেভেটর, ১টি বাল্কহেড ও ১টি পন্টুন জব্দসহ ১১ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, কোস্ট গার্ড কর্তৃক চরভৈরবী থেকে আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দকৃত এক্সকেভেটর, বাল্কহেড ও পন্টুন কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়। অবৈধভাবে যারাই চরের মাটি কাটতে চাইবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।