সারা বাংলা

মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী 

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)  দুপুর ২টা পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন চার প্রার্থী। আজ এই উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। 

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকাল ১০ টার দিকে বিএনপি থেকে বহিষ্কৃত কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাককু'র পক্ষে মনোনয়নপত্র জমা দেন মহানগর বিএনপির নেতা অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট তারেক আবদুল্লাহ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আব্দুস সালাম মাসুক ও হুমায়ুন কবির। এর প্রায় এক ঘণ্টা পর সকাল ১১টার দিকে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন কায়সার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুর রহমান বাচ্চুকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। 

দুপুর ১২টার দিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা মেহেরুন্নেসা বাহারকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূরুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম প্রমুখ।

সবশেষ দুুপুর ২টায় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন।  

এর আগে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত নেতা ও কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাককু ও কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সারসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ। 

প্রসঙ্গত, গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরফানুল হক রিফাতের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন কুমিল্লা সিটি করপোরেশন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে।