দিনাজপুরের হিলিতে ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লকার ভেঙে প্রায় ৪ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনাইটেড রাইস মিলের ম্যানেজার শুকুমার কুমার বলেন, কয়েকজন মিলের অফিস কক্ষে শুয়ে ছিলাম। ভোর ৩টার দিকে কিছু লোক এসে দরজা খুলতে বলে। দরজা না খোলায় তারা দরজা ভেঙে অফিসের ভেতরে ঢুকে প্রথমে লকারের চাবি দিতে বলে। চাবি না দিলে তারা আমাদের মারধর করে। পরে হাত-পা বেঁধে লকার ভেঙে নগদ ৪ লাখ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।