রেলমন্ত্রীর জিল্লুল হাকিম বলেছেন, ‘সবখানে চুরি-চামারি বন্ধ করতে হবে। চুরি যারা করেন তাদের কঠিন শাস্তির ব্যাবস্থা করতে হবে। আমাদের মানুষগুলোকে ভালো হতে হবে। মানুষ ভালো না হলে চেষ্টা করেও কিছু করা যায় না।’
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় ২৮৫৯ জন কর্মীর প্রয়োজন। সেখানে ৮০৭ কর্মী দিয়ে কাজ চালানো সম্ভব নয়। একটা কারখানা চালাতে গেলে নতুনভাবে লোকোবল নিয়োগ করতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেলওয়ে মহাপরিচালক কামরুল হাসান, জিএম পশ্চিমাঞ্চল রাজশাহীর অসিম কুমার তালুকদার, সংসদ সদস্য সিদ্দিকুল আকম, ডিএস সাদিকুর রহমান, ডাব্লু এম শেখ হাসানুজ্জামানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কমকর্তারা।