মহান ২১শে ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতায় ভাষা শহিদ দিবস উদযাপনে শহিদ মিনার না থাকায় হতাশায় রয়েছে চাঁদপুরের হাইমচরের মাদ্রাসার শিক্ষার্থীরা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার মাদ্রাসাগুলোতে গেলে শিক্ষার্থীরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে। তবে বিদ্যালয়গুলোতে গেলে দেখা যায় শহিদ মিনার ঘষামাজা চলছে।
মাদ্রাসার শিক্ষার্থীদের দাবি, দ্রুত যাতে সংশ্লিষ্টগণ প্রতিটি মাদ্রাসায় একটি করে শহিদ মিনার স্থাপনের উদ্যোগ নেয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাইমচরে উচ্চ বিদ্যালয় ১২টি, মাদ্রাসা ১০টি এবং ২টি কলেজ রয়েছে। এরমধ্যে বেশিরভাগ উচ্চ বিদ্যালয় ও কলেজগুলোতে শহিদ মিনার থাকলেও মাদ্রাসাগুলোতে একেবারেই নেই শহিদ মিনার।
আরেক তথ্যে দেখা যায়, হাইমচরের মোট ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৪/২৫টিতে শহিদ মিনার থাকলেও বাকিগুলোতে নেই। কাজেই এগুলোতেও যেনো শহিদ মিনার নির্মাণ করা হয়; সে বিষয়ে হস্তক্ষেপ চেয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
এ বিষয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়েই শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব বিদ্যালয়ে শহিদ মিনার নেই; সেগুলোতে স্কুল ম্যানেজিং কমিটির সহযোগিতায় শহিদ মিনার নির্মাণ করার নির্দেশনা দিয়েছি।
অপরদিকে চাঁদপুরের হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, আমাদের প্রায় প্রতিটি উচ্চ বিদ্যালয়েই শহিদ মিনার রয়েছে। যেসব মাদ্রাসায় নেই সেগুলোর কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদ দিবস উদযাপনের দিকনির্দেশনা দেওয়া রয়েছে।