সারা বাংলা

রঙ পেন্সিলের আঁচড়ে ভাষা শহিদদের স্মরণ 

স্কুলে শহিদ মিনার নেই। ফুল দিয়ে শ্রদ্ধাও জানাতে পারেনি শিক্ষার্থীরা। পরে তারা সাদা কাগজে কাঠ পেন্সিল দিয়ে শহিদ মিনার এঁকে ভাষা শহীদদের স্মরণ করে। এসময় তারা গেয়েছে একুশের গান।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মিঠিপুর-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) এভাবেই ভাষা শহীদদের স্মরণ করা হয়। এই প্রতিষ্ঠানটির অর্ধশতাধিক শিক্ষার্থী সবাই শহিদ মিনারের ছবি এঁকেছে।

শিক্ষার্থী আরাফাত আলী বলে, আমরা বইয়ে পড়েছি ২১ শে ফেব্রুয়ারি এলে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে হয়। কিন্তু আমাদের স্কুলে শহিদ মিনার নেই। আশপাশের প্রতিষ্ঠানগুলোতেও নেই। তাই ভাষা শহিদদের স্মরণে শিক্ষকদের নির্দেশনায় শহিদ মিনার এঁকে স্মরণ করছি।

আরেক শিক্ষার্থী কাউসার আলী জানায়, তাদের স্কুলে একটি শহিদ মিনারের প্রয়োজন। যাতে তারা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে। 

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ বলেন, স্কুলটিতে শহিদ মিনার নির্মাণ করা হয়নি। বিভিন্ন সময়ের উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলেও তারা কোনো সদুত্তর দেয়নি।

শিবগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, উপজেলায় মোট ২৪০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে মাত্র ২৫-৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে, বাকিগুলোয় নেই। এই কারণে শিক্ষার্থীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারে না। আমরা আগামী মার্চের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়েছি।