সারা বাংলা

বান্দরবানে পর্যটকের টাকা ও ১৫ মোবাইল ছিনতাই 

বান্দরবানের থানচিতে পর্যটকের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।

রোববার উপজেলার ভেলাখুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পর্যটক অনিক মোদক জানান, গত ২৪ ফেব্রুয়ারি নাফাখুম পর্যটন স্পটে ভ্রমণ করতে আসেন ২২ জন পর্যটক। তারা দল বেঁধে ভ্রমণে বেরিয়েছিলেন। দলে ৪ জন নারী ছিল। ২৫ ফেব্রুয়ারি ভেলাখুম স্পটে ক্যাম্পিং করেন তারা। ওই দিন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ৬ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল সেট ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। 

ভুক্তভোগী আরেক পর্যটক জানান, ৬ জন সন্ত্রাসী এ কাজে অংশ নেয়। তাদের সঙ্গে ১টি পিস্তল, ৫টি বন্দুক এবং ছুড়ি ছিল। তারা সবাইকে এক জায়গায় জড়ো করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে এ সময় পর্যটকদের মারধর করা না-হলেও সঙ্গে থাকা স্থানীয় গাইড তাদের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।  

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ভুক্তভোগীরা কার্যালয়ে এসে বিষয়টি জানালে তাদের থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

থানচি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।