নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। তার নাম মো. সোহেল (৫)। নিহত শিশুটি রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে। এর আগে, এ ঘটনায় মারা গেছে তিন শিশু।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ ৭ জন দগ্ধ হয়।
দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাসেল নামের তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও তিন শিশু।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।