সারা বাংলা

গোপালগঞ্জে পূজারী হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের আলোচিত পূজারী রণজিৎ রায় (৭৫) হত্যাকাণ্ডের প্রধান ও ডাকাতিসহ ১৮ মামলার আসামি মিল্টন খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার পুখুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বলেন, বিগত ২০২৩ সালের ১২ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চোখে টর্চ লাইটের আলোপড়া নিয়ে আপন দুই ভাই মিল্টন খান এবং শিপন খান নৃশংসভাবে হত্যা করে সদর উপজেলার মানিকহার গ্রামের মন্দিরের পূজারী রণজিৎ রায়কে। এই হত্যাকাণ্ড ঘটানোর পর আসামি মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়।

দীর্ঘদিন ধরে নানা প্রযুক্তি ব্যবহার করে উপজেলার পুখুরিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের প্রধান ও ডাকাতিসহ ১৮ মামলার আসামি মিল্টন খানকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।