সারা বাংলা

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

নীলফামারীতে আন্ত:দেশীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেসের’ ইঞ্জিনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) দুপুরের দিকে সদর উপজেলার চওড়া ইউনিয়নের গাঠাংটারী ও সংগলশী ইউনিয়নের সূর্বণখুলি এলাকায় তারা মারা যান।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ঠাংটারী এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও একই উপজেলার সুবর্ণখুলী এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে সৌরভ রায় (২০)।

স্থানীয়রা জানান, আজ রোববার দুপুর ১২টার দিকে পার্বতীপুর থেকে আন্ত:দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় রেললাইনের পাশে খড়ি আনতে যাচ্ছিলেন চোখে কম দেখা ও কানে কম শোনা আনিছা বেগম। ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

অন্যদিকে, একই ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সূবর্ণখুলি এলাকায় শ্রবণ প্রতিবন্ধী সৌরভ রায় মারা যান। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে এলাকাবাসী জানান।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, পরিবার দুটির কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।