সারা বাংলা

কুষ্টিয়ায় ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক গ্রেপ্তার 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আগলামন গাড়িতে লুকিয়ে রাখা ২৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। রোববার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ।

ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সাহাদালী বাগান মোড়ে অভিযান চালিয়ে ২৭৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি রকিবুলকে (৩২) গ্রেপ্তার করা হয়। রকিবুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ওসি আরও জানান, দর্শনা থেকে একজন মাদক কারবারি আগলামন গাড়িতে ফেনসিডিলের চালান নিয়ে মিরপুর উপজেলা এলাকার মধ্যে দিয়ে যাবে— এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িয়া ইউনিয়নের সাহাদালী বাগান মোড়ে অবস্থান নিশ্চিত করে সেখানে অভিযান চালানো হয় এবং ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় রকিবুলকে আসামি করে মিরপুর থানায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।