গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রীর আসনের উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, জেলা ও পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, টুঙ্গিপাড়া পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ কর্মসূচী প্রধানমন্ত্রীর আসনের উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা থন্দকার, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রাকিব হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।