সারা বাংলা

ভোট দিতে পেরে খুশি ৯০ বছর বয়সী ফকু বিশ্বাস

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে নাতির কাঁধে ভর দিয়ে ফজলুল হক সরকারি প্রাথমিক  বিদ্যালয় কেন্দ্রে দুপুর বারোটার দিকে ভোট দিতে আসেন ৯০ বছর বয়সী মো. ফকু বিশ্বাস। 

বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তিনি। চোখে ঠিকমতো দেখতে পান না, তবে কানে স্পষ্ট শুনতে পান। এই বয়সেও ভোট দিতে পেরে তিনি খুব খুশি।

পটুয়াখালী পৌর শহরের এই পৌঢ় ভোটার  তিন ছেলে ও এক মেয়ের জনক।  

শনিবার (৯ মার্চ) সকাল আটটায় উৎসব মুখর পরিবেশে শুরু হয় পটুয়াখালী পৌরসভা নির্বাচন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের সরব উপস্থিতি। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। এখন পর্যন্ত কোথাও কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি। স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। 

৯০ বছর বয়সী ফকু বিশ্বাস বলেন, এই বৃদ্ধ বয়সেও ভোট দিতে পারবো সেটা ভাবতে পারিনি। খুব সহজে ভোট দিয়েছি। কেউ কোনো ভাবেই আমাকে প্রভাবিত করতে পারেনি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। নির্বাচন এভাবেই হওয়া উচিত। 

২ নং ওয়ার্ডের অপর নতুন ভোটার ফারিন জাহান জানান, জীবনের প্রথম ভোট দিয়েছি। এভাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে আমি আনন্দিত।

বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী জানান, ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সব স্থানেই সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে।