বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে সাত কেন্দ্র থেকে ৪০ বহিরাগতকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তাদের আটক করা হয়।
সরেজমিনে পৌরসভার ৯টি কেন্দ্র ঘুরে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়। এ সময় ভোটাররা ইভিএমে ভোট দিতে কিছুটা সময় লাগার কথা জানালেও প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন জানান।
মাদানি নগর হাফেজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মানজুরুল হক বলেন, ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ স্বাভাবিক। বাহিরে কিছু বহিরাগত লোকজন জড়ো হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাদের আটক করেছে।
উল্লেখ্য, প্রায় ১৩ বছর পর আমতলী পৌরসভায় নির্বাচন হচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।