টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম মো. ইউনুস আলী। তার বাড়ি টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছিলেন ইউনুস। বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস আলীর মৃত্যু হয়।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।