সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ভর্তুকি মূল্যে রমজানের পণ্য বিক্রি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে ভর্তুকি মূল্যে রমজানের পণ্যসামগ্রী বিক্রি শুরু হয়েছে। রমজান মাসব্যাপী পাঁচ ধরণের পণ্য ভর্তুকি মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হবে। 

মঙ্গলবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু স্কয়ারের প্রধান ফটকের সামনে বিক্রির উদ্বোধন করা হয়। সাধারণ মানুষের মাঝে তেল, চিনি, ডাল, বুট ও পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি মাহবুবুল আলম, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, রেড ক্রিসেন্টের সহ-সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাংবাদিক বিশ্বজিৎ পাল, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ। 

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমান পেঁয়াজের কেজি ৮০ টাকা, চিনি ১৩০ টাকা, সয়াবিন তেল ১৬০ টাকা, বুট ১১৫ টাকা, খেসারী ডাল ১৩০ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু এখানে পেঁয়াজ ৫০ টাকা, চিনি ১০০ টাকা, সয়াবিন তেল ১২০ টাকা লিটার, বুট ৮০ টাকা, খেসারী ডাল ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন বলেন, ‘রমজানের প্রথম দিন থেকে রমজানের পণ্যসামগ্রী বিক্রি শুরু করেছি। ৫০০ কেজি পেঁয়াজ, ৫০০ লিটার তেল, ৮০০ কেজি বুট, ১০০০ কেজি ডাল ও ১০০০ কেজি চিনি এনেছি। মাসব্যাপী আমরা এই কর্মসূচি চালিয়ে যেতে চাই। মানুষের কাছ থেকে সাড়া মিলছে। ৪১০ টাকায় ১ কেজি করে বুট, চিনি, ডাল, বুট ও এক লিটার তেল কিনতে পারছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে এ সব বিক্রি করা হচ্ছে।’