সিলেট শহরতলী জালালাবাদ থানার টুকেরবাজার এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম রুবেল আহমদ (২০)। এ ঘটনায় আহত হয়েছেন মাসুক মিয়া (৩০) নামে আরেক যুবক। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ইফতারের আগ মুহুর্তে সিলেট—সুনমাগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পূর্বভাগ এলাকার রফিক আহমদের ছেলে। ঘটনাস্থলে তিনি মারা যান। আহত মাসুক মিয়া একই এলাকার বাসিন্দা।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত যুবককে পুলিশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতের চাচা সোহেল আহমদ জানান, রুবেলের দুই ভাই কাতার প্রবাসী। সেও কাতার যাওয়ার চেষ্টা করছিল। আগামী ১৮ মার্চ তার ভিসা কনফার্ম হওয়ার কথা ছিলো।
এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সোহেল আহমদ।