সারা বাংলা

পিরোজপুরে ১৭৬ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক চাষির বাগানের ১৭৬টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কেটে ফেলা ওই সব গাছে কলা ধরেছে। ভুক্তভোগী ওই কৃষকের নাম আব্দুস কুদ্দুস হাওলাদার। তিনি উপজেলার দড়িরচার বারৈখালী গ্রমের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে। 

ভুক্তভোগী আব্দুস কুদ্দুস জানান, তিনি তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে কৃষি জমিতে সাগর ও সবরিসহ উন্নত জাতের কলা চাষ করেন। চলতি মৌসুমে ওই সব কলা গাছে কলা ধরেছে। কিছু কলা বিক্রিও করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার (১৬ মার্চ) সকালে পার্শ্ববর্তী চাষি ফোনে কলা গাছ কেটে ফেলার খবর জানান। তার ফোন পেয়ে কলা ক্ষেতে গিয়ে দেখেন, কলা গাছগুলো মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। কলা চাষই তার সারা বছরের আয়ের একমাত্র উৎস।

ভুক্তভোগী চাষি ছেলে মুনান হাওলাদার জানান, সকালে ক্ষেতে গিয়ে বাবা কলা গাছ কাটা দেখে মর্মাহত হয়েছেন। কলা গাছের সঙ্গে এমন শত্রুতার বিচার চান তিনি।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগী কৃষক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।