সারা বাংলা

সন্তানের চাকরি স্থায়ীকরণের দাবিতে ভিক্ষুক বাবার অনশন 

সন্তানের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশন করেছেন বাবা সাহেদ আলী।  ছেলের চাকরি স্থায়ী হলে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই পিতা। 

রোববার (১৭ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে  ছেলে হাবিবুর রহমান এর আউটসোর্সিং চাকুরি রাজস্বখাতে স্থানান্তর ও স্থায়ী করার দাবি জানিয়ে অনশন শুরু করেন তিনি।

সাহেদ আলী লক্ষ্মীপুরের রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে হাবিবুর রহমান রুবেল লক্ষ্মীপুর সদর হাসপাতালের চুক্তিভিত্তিক ক্লিনারের কাজ করেন।

সাহেদ আলী জানান, তিনি মাটিকাটা শ্রমিক ছিলেন। ২০১২ সালে গ্যাংগ্রিনের কারণে তার দুটি পা কেটে ফেলতে হয়। আয়ের পথ  না থাকায় তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। পরবর্তীতে ভিক্ষা করে সংসার চালাতে শুরু করেন তিনি।

তিনি আরও জানান, বলেন, ২০২২ সালে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেনিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় নিয়োগ হয় তার ছেলের। ওই সময় থেকে তার ছেলে হাবিবুর রহমান লক্ষ্মীপুর সদর হাসপাতালে ক্লিনার হিসেবে কাজ করে আসছে। ছেলের চাকরি স্থায়ী হলে তিনি ভিক্ষা ছেড়ে দিবেন।