নীলফামারীতে পিকআপের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে শহরের জোরদরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু তাহের (৫২) ও নুরে আলম সিদ্দিকী (৩৬)। এর মধ্যে, আবু তাহের জলঢাকা মৎস্য অফিসের অফিস সহায়ক ও নুরে আলম সিদ্দিকী মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যাত্রী নিয়ে অটোরিকশাটি সৈয়দপুর থেকে নীলফামারীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভরিুল ইসলাম বলনে, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।