চলতি মাসে একাধিক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানির পর সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিশেষ ট্রাফিক সপ্তাহ পালন করছে সিলেট জেলা পুলিশ। যান চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে সচেতন করার লক্ষ্যে কাজ শুরু করেছে তারা। বুধবার (২০ মার্চ) চালকদের সচেতন করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, হ্যামলেট চেক করে দেখছে পুলিশ। যাদের গাড়ির কাগজপত্র ঠিক ছিল পুলিশের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহামম্মদ রফিকুল ইসলাম বলেন, সিলেটের মধ্যে অন্যতম ব্যস্ত মহাসড়ক সিলেট-তামাবিল। এই সড়কে ঘন ঘন দুর্ঘটনার অন্যতম কারণ ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো। এবিষয়ে গাড়ি চালকদের পাশাপাশি জনগণকে সচেতন করতে হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিশেষ ট্রাফিক সপ্তাহ পালন করছে সিলেট জেলা পুলিশ।
তিনি আরও বলেন, চালকদের মধ্যে যাদের লাইসেন্স এবং গাড়ির সব কাগজপত্র ঠিক রয়েছে তাদের উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে ফুল উপহার দেওয়া হচ্ছে।