সারা বাংলা

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি 

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় আদালতে চার্জশিট গঠন হওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক পত্রে ইউপি চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চেয়ারম্যান রফিকুল ইসলাম একই ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত. তমিজ উদ্দিন ফেলো মাহমুদের ছেলে।  

অব্যাহতি পাওয়ার বিষয়ে জানতে বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন এক নারীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে রফিকুল ইসলামের বিরুদ্ধে। ২০২১ সালের ৬ অক্টোবর পলাশবাড়ী থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী।