সারা বাংলা

৮ ইউনিটের চেষ্টায় বগুড়ায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

বগুড়ায় ‘মেরিনা ‌‌‌‌নদীবাংলা কম‌প্লে‌ক্স’ না‌মের একটি ৯তলা বা‌ণি‌জ্যিক ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এর আগে, দুপুর ১টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। 

জানা গেছে, খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ  করে। ‌বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ম‌ঞ্জিল হক বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে মেরিনা নদী বাংলা মার্কেটে আগুন লাগে। এরপর তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে আসে আগুন নিয়ন্ত্রণের জন্য। আগুনের মাত্রা বেশি না থাকায় ক্ষয়ক্ষতির খবর তেমন পাওয়া যায়নি। আগুনের শিখাও দেখা যায়নি। শুধুমাত্র ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। মার্কেটের ষষ্ঠ তলায় ৩৮ থেকে ৪০ টি দোকান রয়েছে। এগুলোর অধিকাংশ ওষুধের দোকান। পুরো মার্কেটটিতে ইলেকট্রিক্যাল পণ্যের মজুত রয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ম‌ঞ্জিল হক ব‌লেন, ভবন‌টির ষষ্ঠ তলার এক‌টি ওষু‌ধের গুদা‌ম থে‌কে আগু‌নের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে বগুড়া, কাহালু, গাবতলী, শে‌রপুরসহ ৫‌টি ফায়ার স্টেশ‌নের মোট ৮টি ইউনিট কাজ করেছে। কোনো হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি।