ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা খেয়েছেন রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪০)। এ সময় স্থানীয় জনতা রাজ্জাকের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (৩ এপ্রিল) ইফতারের সময় এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভাণ্ডারা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর।
জানা গেছে, রাণীশংকৈল প্রগতি ক্লাবের পেছনে একটি ইফতার মাহফিলে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পরের রাজ্জাক ও তার এক সহযোগী। এ সময় জনতা রাজ্জাক ও তার সহযোগীকে মারধর করে এবং একপর্যায়ে রাজ্জাকের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাককে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, চুরি ছেড়ে দেওয়ার শর্তে এলাকাবাসী ভোট দিয়ে রাজ্জাককে কাউন্সিলর নির্বাচিত করেছিলেন। কিন্তু পুরোনো চুরির পেশা ছাড়তে পারেননি তিনি।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, কাউন্সিলর রাজ্জাক মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেসময় স্থানীয় জনতা চোরকে আটকে রেখেছিল। পরে রাজ্জাক ও তার সহযোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।