চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সাইফুল ইসলামের মরদেহ দুদিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে মরদেহ ফেরত দেয় বিএসএফ।
১৬ বিজিবি ব্যাটালিয়ন রোকনপুর কোম্পানি কমান্ডার আজাদ রহমান বলেন, সীমান্ত পিলার ২১৯/৬০ আর থেকে ৫ গজ ভারতের অভ্যন্তরে চিরার ডারা এলাকায় নিহতের পরিবারের স্বজনদের হাতে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল।
এর আগে, গত মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে জেলার গোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গেলে বিএসএফের গুলিতে নিহত হন সাইফুল। হত্যার পর তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত