ঈদ করতে শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। দেশের দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমবঙ্গগামী যানবাহনের চাপ কিছুটা বাড়তে শুরু করেছে।
শুক্রবার (৫ এপ্রিল) ভোর থেকে গাড়ির চাপ বেশি দেখা গেলেও দুপুর ১২টার পর থেকে স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করছে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ শুক্রবার ভোর থেকে কিছুটা বেড়েছে। তবে কোথাও কোন বিড়ম্বনা নেই। এ বিষয়ে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা বলেন, শুক্রবার ভোর থেকে যানবাহনের কিছুটা চাপ ছিলো। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে এসেছে।