পাবনায় এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) দুপুর ৩টায় ঈশ্বরদীতে এই তাপমাত্রা রেকর্ড হয় বলে জানিয়েছেন ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক। এর আগে, গত ১ এপ্রিল এখানকার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক জানান, গত ১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া গত বছর এখানকার তাপমাত্র একবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল।
এদিকে, প্রচণ্ড রোদের কারণে সড়কে মানুষের পাশাপাশি যানবাহনের চলাচল কমে গেছে। গরমে রোজাদারদের কষ্ট বেড়েছে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন চরম বিপাকে।