সারা বাংলা

হত্যা মামলার আসামি ছিনিয়ে নিতে থানায় হামলা স্বেচ্ছাসেবক লীগ নেতার

বগুড়ার শাজাহানপুরে ২টি বার্মিজ চাকুসহ গ্রেপ্তার হত্যাসহ একাধিক মামলার আসামি মিঠুনকে ছিনিয়ে নিতে থানায় হামলা চালিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ও তার বাহিনী।

শনিবার (৬ এপ্রিল) রাতে শাজাহানপুর থানা থেকে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় তারা। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন- শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান মোল্লা ও মো. ইউসুফ আলী, কনস্টেবল রুহুল আমিন, জাহাঙ্গীর আলম ও ইসমাইল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়া বাজারে অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে গ্রেপ্তার করে পুলিশ। রাত ১০টায় গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ও তার বাহিনী শাজাহানপুর থানায় প্রবেশ করে তাণ্ডব চালায়।

মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান। ফাইল ফটো

খবর পেয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম থানায় এলে নুরুজ্জামান ও তার বাহিনী সিঁড়িতে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেসময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে থানা থেকে বের হয়ে যায় তারা। কিছুক্ষণ পরে নুরুজ্জামান লোকজন নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণের চেষ্টা করে। এ সময় ৯ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্র আরও জানায়, নুরুজ্জামান বিরুদ্ধে হত্যাসহ ৮-১০টি মামলা রয়েছে। এর আগে, সরকারি টেন্ডার বা দরপত্র চুরির ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বরখাস্ত হয়েছিলেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মিঠুন নামের ওই যুবককে ২টি বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করে নিয়ে আসলে নুরুজ্জামান এবং তার লোকজন আসামিকে থানা থেকে ছিনিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায় তারা। পরে থানা থেকে বেড়িয়ে আরও লোকজন নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।

তিনি বলেন, খবর পেয়ে মহাসড়ক থেকে তাদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় নুরুজ্জামানসহ কয়েকজনকে আটক করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে নুরুজ্জামানের সহযোগী নাজমুলকে তার বাগানবাড়ি থেকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া, নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল পাওয়া যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া, ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা হয়েছে। হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে, ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।