ঝালকাঠিতে দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের হেলেনা বেগম (৪০), সদর উপজেলার শেখেরহাট গ্রামের মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া গ্রামের মাহিয়া আক্তার ঈশানা (১১)।
এর মধ্যে, হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিনী। মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঝালকাঠিতে সকাল ১০টার দিকে ঝড় শুরু হয়। সেসময় মাঠ থেকে গবাদিপশু আনতে গেলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়।