অস্ত্র সমর্পণের মাধ্যমে কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। রোববার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা ও সদস্য সচিব লালজারলম বম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (২ এপ্রিল) রুমা উপজেলায় কেএনএফ কর্তৃক অতর্কিতভাবে সরকারি কর্মকর্তা ও পথচারীদের জিম্মি করে অর্থ লুটের উদ্দেশ্যে সোনালী ব্যাংকে হামলা, ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ এবং পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট করে নেওয়া হয়। এরপর থানচিতে স্থানীয়বাসীদের জিম্মি করে গুলিবর্ষণ করে দুটি ব্যাংক লুট করার মতো জঘন্যতম ঘটনায় সমগ্র জাতি স্তম্ভিত ও মর্মাহত। কেএনএফ সম্পূর্ণভাবে সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করে এ ঘটনা ঘটিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে গত ৪ এপ্রিল উদ্ধার করা গেলেও পুলিশ ও আনসার বাহিনীর লুট হওয়া ১৪টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় লুট হওয়া অস্ত্র উদ্ধার ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা একান্ত প্রয়োজন। শান্তি প্রতিষ্ঠা কমিটি এমন পরিস্থিতি কোনোভাবে কামনা করে না। এমন অশান্ত পরিস্থিতি পরিহার এবং সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী কেএনএফ-এর সব সদস্য শান্তি বজায় রাখবেন এবং অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছে শান্তি প্রতিষ্ঠা কমিটি।