বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানজট কমাতে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও পশ্চিমপাড়ের টোল প্লাজার টোল গ্রহণ বন্ধ করা হয়েছিল। তবে, বিকেলে ঢাকাগামী লেন খুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উত্তরের মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সেতুর পূর্ব পাড়ে যানজট থাকায় সকালে ঢাকাগামী লেন ও টোল বন্ধ রাখা হয়েছিল।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ওয়াদুদ বলেন, শিল্পকারখানা ছুটি হওয়ায় মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে মহাসড়কের কোথাও যানজট বা ভোগান্তি নেই। সকল গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক জাফর উল্লাহ বলেন, শান্তিপূর্ণভাবে উত্তরাঞ্চলের যাত্রীরা ঘরে ফিরতে পারছেন। মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ক্যামেরা উড়িয়ে মনিটরিং করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশের টিম পাঠিয়ে সমাধান করা হচ্ছে।