রংপুরে জুয়ার আসর থেকে সদর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুল রশিদ বলেন, দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের অনুসন্ধানী ক্লাবে নিয়মিত জুয়ার আসর বসে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ক্লাবে অভিযান চালায় পুলিশ। এ সময় ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, বকসি পাড়ার খালেদ হোসেন লাইজুর ছেলে যুবদল নেতা হাসিব বাবু, বাবু মিয়ার ছেলে গোলাম রাব্বানী, রাজু মিয়ার ছেলে আল-আমিন, মৃত আফজাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন, মৃত কাশেম মিয়ার ছেলে মনির হোসেন ও মৃত আবু বক্করের ছেলে রফিকুল ইসলাম।