ভোলার ইলিশা লঞ্চঘাটে প্রবেশ টিকেটের মূল্য বেশি রাখায় ঘাটের ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ইলিশা লঞ্চ ঘাটে মোবাইল কোর্ট পরিচালনার সময় এ জরিমানা করা হয়। একই সঙ্গে ওই ঘাটের লঞ্চগুলোতে বিশেষ মনিটরিং করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, মোবাইল কোর্ট পরিচালনার সময় যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকেটের পরিবর্তে ১০ টাকার টিকেট ছাপিয়ে অতিরিক্ত অর্থ আদায় করার প্রমাণ পায়। তাই ওই ঘাটের ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ওই ঘাটের লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী, সি সার্ভে সনদ, মাস্টারদের পোশাক, অগ্নি নির্বাপন ব্যবস্থা, লাইফ জ্যাকেট, পরিবেশ দূষণ ইত্যাদি মনিটরিং করা হয়। এছাড়া ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সি সার্ভে সনদ বিহীন নৌযানসমূহ চলাচল না করার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।