নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। নানা রং ও আকারের ঘোড়ার এই দৌড় দেখতে বুধবার (১৭ এপ্রিল) বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন উন্মুক্ত মাঠে। এর আগে, গতকাল শুরু হয় দুই দিনব্যাপী গ্রামীন মেলা।
প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি তাইজুল ইসলাম বলেন, মুঘল সম্রাট আকবরের আমল থেকে ব্রাহ্মণডাঙ্গায় বৈশাখী মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন চলে আসছে। এই উৎসবে যোগ দিতে গ্রামের বাড়িতে স্বজনদের আগমন ঘটে। আজ বিকেলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নড়াইল, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে ২০টি ঘোড়া অংশ নেয়। বিজয়ী ঘোড়ার মালিককে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে।