সারা বাংলা

ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কা, রেলওয়ে কর্মচারী নিহত

লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ট্রেনে ধাক্কায় আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়। 

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রাজ্জাক (৩৩) রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দর আলী ছেলে। নিহত আব্দুল রাজ্জাক রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসী পদে চাকরি করতেন। 

খোঁজ নিয়ে জানা যায়, পাটগ্রাম উপজেলার ঘন্টি বাজারের রেললাইন দিয়ে কানে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন রাজ্জাক। এমন সময় অপর দিক থেকে বুড়িমারী থেকে লালমনিরহাট গামী ৫৬ নং কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। আব্দুর রাজ্জাক পরিচিত ওই এলাকার হুমায়ুন কবির রুবেলের বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে এসেছিল।

স্থানীয় হাজরা বেগম বলেন, ঘন্টি বাজার থেকে রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছে। এ সময় বুড়িমারীতে থেকে একটি ট্রেন আসে। আমি চিল্লাচিল্লি করলেও সে আর শুনেনি এবং সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সে আমাদের রেলের স্টাফ ছিলেন। বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।