দিনাজপুরের নবাবগঞ্জে স্ত্রী-সন্তানকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলাম (৩৭) কে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর (চিনির চড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন- মর্জিনা বেগম (৩০) ও তার শিশুকন্যা আরফিন আক্তার (৫)।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, সন্তানদের গালিগালাজ করায় রাগের মাথায় স্ত্রী মর্জিনা বেগমকে মারধর করেন স্বামী শহিদুল। এ সময় মাকে রক্ষায় ছেলে আল-আমিন ও মেয়ে আরফিন আক্তার এগিয়ে এলে অসাবধনতাবসত তাদের শরীরেও আঘাত লাগে। এতে তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মা ও মেয়ের মৃত্যু হয়। কিশোর আল-আমিন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শহিদুল ইসলামকে আটক করা হয়েছে।