পাবনায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের সিঙ্গা বাইপাস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা পৌর সদরের শালগাড়ীয়া মেরিল বাইপাস এলাকার শামসুল ইসলামের ছেলে দুখু মিয়া (৩৫) ও একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে রমজান আলী (৫০)।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী বলেন, অ্যাম্বুলেন্সটি রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ২ জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।