সারা বাংলা

বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখায় হ্যাচারিকে জরিমানা

বাগেরহাটে সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি হ্যাচারিতে গলদা চিংড়ির মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে বাগেরহাটের শ্রীঘাট এলাকায় হ্যাচারিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন।

তিনি বলেন, গলদা চিংড়ির পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ফ্রিজে এক বছর আগের মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ করা ছিল। খাবারগুলো গলদার রেনু পোনার জন্য রাখা হয়েছিল। অভিযুক্ত প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৪৬ প্যাকেট মেয়াদ উত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়েছে।

সিপি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ নাঈম বলেন, আমরা জরিমানার টাকা পরিশোধ করেছি। ভবিষ্যতে আমরা সব ধরনের নিয়ম মেনে পোনা উৎপাদন করব।