অবৈধ যানবাহন ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে চট্টগ্রামের চারটি মহাসড়কে অভিযান চালিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে ৩৭টি মামলায় বিভিন্ন যানবাহন ও চালকের কাছ থেকে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তারা।
বিআরটিএ চট্ট মেট্রো অঞ্চলের পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ফিটনেস ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহন এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া, কাপ্তাই রাস্তার মাথা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ের হাটহাজারীতে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে রাঙ্গুনিয়ায় ৩টি মামলায় ১৫ হাজার টাকা, কুয়াইশ রাস্তার মাথায় ১৬টি মামলায় ৩৬ হাজার ৫০০ টাকা, সীতাকুণ্ডে ৬টি মামলায় ১৩ হাজার টাকা এবং হাটহাজারীতে ১২টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সবগুলো অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ।