সিলেট নগরীর কিনব্রিজ সংলগ্ন সুরমা টাওয়ার থেকে পড়ে মো. বুরহান উদ্দিন নামে সিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
মারা যাওয়া বুরহান উদ্দিন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাইপার কেরামতনগর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে। তিনি সিটি করপোরেশনের লাইসেন্স শাখার অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, শুনেছি মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ওই ব্যক্তি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।