রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, ‘আমরা একটি পরিকল্পনা নিয়েছি। সময়ের সাথে তাল মিলিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা শহরকে ৮টি জোনে ভাগ করা হবে।’
বুধবার (১ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পরিবেশ রক্ষার মাধ্যমে পরিকল্পীত নগরী গড়ে তোলা নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘রাজউকে বড় বড় ইমারত তৈরি করা হচ্ছে, তা দৃষ্টিনন্দন হচ্ছে। গ্লাসের ভবন তৈরি হয়েছে, যা দেশে গরম বাড়ার একটি কারণ। প্রধানমন্ত্রীর পরিকল্পার সাথে ইস্ট-ওয়েস্ট সড়ক করা হবে। যারা স্বল্প টাকায় ভবন করবে এবং যারা অভিজাত এলাকায় থাকবে, সবার জন্য সমান সুযোগ থাকবে। সেদিকেই লক্ষ রেখে আমরা কাজ করছি।’
রাজউক চেয়ারম্যন বলেন, ‘প্লট বরাদ্দ নিয়ে যেসব অভিযোগ রয়েছে সেখানে এলাকার প্রভাবশালীদের একটি প্রভাব থাকে। যারা প্লট পেয়েছে তা আইনের দিক থেকে তাদের স্বচ্ছভাবে দেওয়া হয়েছে। যদি এখনো কোনো অভিযোগ থাকে, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেব।’
এর আগে, টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।